চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২১, ১০:০২ পিএম

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) সংঘর্ষের পর রাতে ওই মামলাগুলো করা হয়। মামলাগুলোর মধ্যে ২টি করেছে মেট্রোরেল  কর্তৃপক্ষ। অন্যটি পুলিশের পক্ষ  থেকে  করা হয়েছে বলেও তিনি জানান।

শেরেবাংলা নগর থানার ওসি আরও বলেন,‘মেট্রোরেল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানানো হয়। এতে তাদের ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আর সরকারি কাজে বাধা, মারধরের অভিযোগে পুলিশের পক্ষ থেকে অন্য মামলাটি দায়ের করা হয়েছে।’

পুলিশের করা মামলায় এরই মধ্যে বিএনপি নেতা ও ঢাকা উত্তর মহানগর উত্তর শাখা বিএনপির নতুন কমিটির আহবায়ক আমানুল্লাহ আমানসহ ১৫৫ জনকে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আমান উল্লাহ আমানের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপির এবং আব্দুস সালামের নেতৃত্বে  ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। এসময় বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

Link copied!