চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২২, ১১:৩৫ পিএম

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ৬ জন রিমান্ডে

টাঙ্গাইলের চলন্ত বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর ও চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।

মঙ্গলবার বিকেল ৪টায় আসামীদের আদালতে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ঈগল এক্সপ্রেসের একটি বাস গত বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের জনতা হোটেলে পৌঁছায়। মহাসড়কের পাশের এই হোটেলে যাত্রীরা খাওয়া-দাওয়া করেন। যাত্রাবিরতি শেষে রাত ১২টার দিকে গন্তব্যের দিকে রওনা দেয় বাসটি। এরপরই সিরাজগঞ্জ জেলার মধ্যেই তিন ধাপে ১৩ জন বাসে ওঠে। তখনও বাসে থাকা যাত্রীরা আঁচ পারেননি আগামী কয়েকঘণ্টায় কী ঘটতে যাচ্ছে।

কিছুক্ষণ পর তিন ধাপে বাসে ওঠা ১৩ ডাকাতের তাণ্ডব শুরু হয়। প্রথমে চালকের গলায় চুরি ধরে তারা। এরপর চালক, হেলপার ও সুপারভাইজার ও যাত্রীদের বেঁধে বাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে লুট করে। লুটপাট শেষে এক নারী যাত্রীকে ধর্ষণ করে ডাকতরা। বাসটিতে প্রায় আড়াই ঘণ্টা তাণ্ডব চালিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় একটি বালুর স্তূপে ফেলে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় মধুপুর থানায় ওই বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন করেন।

Link copied!