চাকরির নামে অর্থ আত্মসাৎ-নারীর শ্লীলতাহানি, প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২২, ০১:৩৯ এএম

চাকরির নামে অর্থ আত্মসাৎ-নারীর শ্লীলতাহানি, প্রতারক গ্রেপ্তার

অনলাইনে চাকরির চটকদার বিজ্ঞাপন, টাকা ছাড়াই চাকরির সুযোগে যোগাযোগ করতেন অল্পশিক্ষিত দরিদ্র, নিম্নবিত্ত শ্রেণির চাকরিপ্রত্যাশীরা। লোভনীয় চাকরির অফারে যোগদানে এসেই চক্রের খপ্পরে পড়েন তারা। নারী সিকিউরিটি গার্ডদের সঙ্গে খারাপ ব্যবহার, মানসিক নির্যাতন, জোর করে আটকে রাখা এবং তাদেরকে দিয়ে অতিরিক্ত ডিউটি করাতো রাজধানীর খিলক্ষেতে রিয়েল ফোর্স সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস প্রাইভেট লি. নামক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির এমডি আমির হামজাকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব-১।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

র‌্যাব জানায়, রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আসছিল। আকর্ষণীয় অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল একটি চক্র। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ড নিয়োগ করে এবং সে অনুযায়ী মাসিক বিল কালেকশন করে।

২০২০ সালে কোম্পানিটি লিমিটেড কোম্পানিতে পরিণত হয় এবং দেশের বড় একটি সুপারশপে সিকিউরিটি গার্ড নিয়োগের বড় চুক্তির মাধ্যমে আত্মপ্রকাশ করে। তারা মূলত সমাজের বেকার, অল্পশিক্ষিত, দরিদ্র পরিবারগুলোকে চাকরি প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এসময় তার কাছ থেকে ৪টি ওয়াকিটকি সেট, ৩টি ওয়াকিটকি চার্জার, ১৬টি বিভিন্ন কালারের সিকিউরিটি গার্ড ইউনিফর্মের ব্যবহার্য প্যান্ট, ২টি ক্যাপ (রিয়েন্স ফোর্স), ১টি মেটাল ডিটেকটর, ১টি সিগন্যাল লাইট, ৬টি বেল্ট, ২টি মোবাইল, ৩ জোড়া বুট এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আমির হামজার দেওয়া তথ্যের বরাতে র‌্যাব-১ সিও বলেন, তিনি (আমির হামজা) ১৯৯৮ সালে ঢাকায় একটি সিকিউরিটি এজেন্সিতে চাকরি শুরু করেন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন স্বনামধন্য সিকিউরিটি কোম্পানি এবং সুপার শপে বিভিন্ন পদে ইয়াং ফোর্স, এলিট ফোর্স, অরিয়ন সিকিউরিটিতে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন পদে চাকরি করেন। ব্যক্তিগত উদ্যোগে ২০১৭ সালের শুরুতে রিয়েল ফোর্স নামে সিকিউরিটি কোম্পানি নামে যাত্রা শুরু করেন আমির হামজা।

Link copied!