জেলে ফিরে আবেদন করতে হবে, এটাই আইনের কথা: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৬:৫৮ পিএম

জেলে ফিরে আবেদন করতে হবে, এটাই আইনের কথা: আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিদেশে চিকিৎসার জন্য বেগম জিয়াকে জেলে ফিরে আবার আবেদন করতে হবে। এটাই আইনের কথা।” বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ কথা বলেন তিনি। 

এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যেও খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে একই মন্তব্য করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, “খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, তা ফৌজদারি দণ্ডবিধির ৪০১ ধারা অনুযায়ী নিষ্পত্তি হয়ে গেছে। তাকে আবার বিদেশে নিয়ে যেতে হলে নতুন করে আবেদন করতে হবে।”

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ‘সুচিকিৎসার’ সব বন্দোবস্ত করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষ শর্তে অস্থায়ীভাবে মুক্ত থাকা অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। 

Link copied!