তিস্তার পানি বণ্টন চুক্তির প্রতীক্ষার অবসান হতে চলেছে!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ১১:৩৫ পিএম

তিস্তার পানি বণ্টন চুক্তির প্রতীক্ষার অবসান হতে চলেছে!

আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই ঢাকা ও দিল্লি তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিতে পৌঁছাতে পারে। ভারতের বহুভাষিক সংবাদমাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া’র (ইউএনআই) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগে চলতি মাসের শেষের দিকে ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ( ৪ আগস্ট) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ওই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সমস্যা নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা ইউএনআইকে জানান, দুই দেশের জেআরসি বৈঠক আগস্টের শেষ সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে। জেআরসি বৈঠকটি বংলাদেশে হওয়ার কথা থাকলেও দিল্লির অনুরোধে ভেন্যু পরিবর্তনে রাজি হয় ঢাকা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর মধ্যে শুধুমাত্র গঙ্গার পানি বণ্টন চুক্তি সই হয়েছে। ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছরের ওই চুক্তির মেয়াদ আগামী ২০২৬ সালে শেষ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই জেআরসি বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি প্রাধান্য পাওয়ার পাশাপাশি ফেনী, মনু, মুহুরী, খোয়াই, গোমতী,মধরলা, দুধকুমার নদীর পানি বণ্টনের বিষয়েও আলোচনা হবে।

ভারত সরকার ২০১১ সালে তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়া চূড়ান্ত করলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের আপত্তির কারণে তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাতে সই করেনি।

আসছে ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ২০১৯ সালে তিনি ভারত সফর করেছিলেন।

Link copied!