দেশে আরও ৩ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ০৪:০৯ এএম

দেশে আরও ৩ ডেঙ্গু রোগী শনাক্ত

এডিস মশার কামড়ে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৩জন ডেঙ্গু রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর মোট ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন।  এর মধ্যে ১০৫ জন মারা গেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীতে ২৭ জন এবং অন্য ১৬ জন রাজধানীর বাইরের হাসপাতালগেুলোতে ভর্তি রয়েছেন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, গত বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের জুলাই মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৪ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে দেশে গত বছর ও চলতি বছর পর্যন্ত ১০৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, গত বছর নভেম্বরে ৪ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। সব মিলিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Link copied!