দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২২, ০৮:৩৯ এএম

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

নদ-নদীর পানি অব্যাহতভাবে কমতে থাকায় সিলেট, সুনামগঞ্জসহ বেশিরভাগ জেলায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তারপরও বন্যায় প্রাণহাণী ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে।  

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।  আর জেলা  হিসেবে সুনামগঞ্জে বেশি মানুষ মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন ও রংপুর বিভাগে ৫ জন।

সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ২৮ জন মারা গেছেন। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় ১১ জন ও জামালপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।

Link copied!