দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২১, ০৬:৪২ পিএম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা সমাবেশে নেতৃত্ব দেন।

খন্দকার মোশাররফ বলেন,দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে রয়েছে আওয়ামী সিন্ডিকেট। করোনার কারনে অনেক মানুষ কর্ম হারিয়ে মধ্যবিত্ত থেকে হয়েছে নিম্ন মধ্যবিত্ত। দুই বেলা পেট ভরে ভাত খেতে পারছে না। আমরা এই আওয়ামী দু:শাসনের সরকারের অধিনে নির্বাচনে যাব না এবং এই সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না। 

এসময় তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের দু:শাসন ও ব্যার্থতা ঢাকতে জনগনের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। কুমিল্লার ওসির কর্মকান্ড ও দেশের বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত আওয়ামী ও ছাত্রলীগের নেতা-কর্মী জড়িত থাকাই এটা প্রমাণ করে।

খন্দকার মোশাররফ বলেন, এই সরকার জনগনের সরকার নয়। এই সরকারকে ক্ষমতা থেকে না সড়াতে পারলে জনগনের ক্ষমতা কায়েম হবে না। সন্মিলিত চেষ্টায় এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে তবেই দেশের মানুষ দু:শাসন থেকে মুক্ত হবে, মুক্ত হবে দেশনেত্রী খালেদা জিয়া

এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও আরো বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা মহানগর (উত্তর) কমিটির সভাপতি আব্দুস সালাম এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমান উল্লাহ আমান।

Link copied!