নাটোরের আড়তে একদিনে বিক্রি হয় ২৫ লাখ পিস লিচু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২২, ০৯:১৫ পিএম

নাটোরের আড়তে একদিনে বিক্রি হয় ২৫ লাখ পিস লিচু

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর কানুমোল্লার বটতলার লিচু আড়তে প্রতিদিন ২৫ লাখ পিস লিচু বিক্রি হয়। গত ৮ মার্চ থেকে শুরু হওয়া লিচুর আড়তে প্রতিদিন চলছে এই বেচাবিক্রি।

চাষিরা বলছেন, খরার কারণে চলতি মৌসুমে লিচুর গুটি ঝরে পড়েছে। ফেটে নষ্ট হয়েছে অনেক লিচু। তবে ঘনত্ব কম হওয়ায় গাছের লিচু আকারে বড় হয়েছে। কিন্তু বিক্রির ক্ষেত্রে গত বছরের তুলনায় চলতি মৌসুমে লিচুর দাম কম পাচ্ছেন চাষিরা। আকার ভেদে প্রতি হাজার লিচু ৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে লোকসান না হলেও খুব বেশি লাভ হচ্ছে না চাষিদের।

সকাল থেকে গ্রামের বাগানগুলোতে চলছে লিচু সংগ্রহের কাজ। চাষিরা লিচু সংগ্রহ করে দুপুর নাগাদ আড়তে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য।

স্থানীয়রা জানান, এখানে প্রতিবছরই এই লিচুর আড়ত বসে। চলতি মৌসুমেও এ আড়তে ১৭টি ভাণ্ডার গড়ে উঠেছে। নাজিরপুর ইউনিয়নে প্রায় ৪ হাজার বিঘা জমিতে বিভিন্ন জাতের আগাম লিচুর আবাদ হয়। এসব লিচু গাছ থেকে সংগ্রহ করে কম সময়ে মোকামে পাঠাতে প্রত্যন্ত গ্রামেই ২০০১ সালে গড়ে উঠেছে এই আড়ত।

Link copied!