পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২২, ০২:৫১ পিএম

পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ল

পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্র‌তি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা।

আজ শুক্রবার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

এর আগে গত রবিবার (১৩ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Link copied!