পাঠ্যবইয়ে ভুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৬, ২০২১, ১০:০৫ পিএম

পাঠ্যবইয়ে ভুল প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য

নতুন বছরের পাঠ্যবইয়ে ভুল পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সেগুলো সংশোধন করা সুযোগ থাকলে তা সংশোধন করা হবে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের বাবুরহাট এলাকার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী একথা বলেন।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে ‘অতিমাত্রায়’ ভুল থাকার ঘটনা ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি মামলাও হয়েছে। এ ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ও মেম্বারকে আগামী ১০ নভেম্বর হাইকোর্টে তলব করা হয়েছে।

এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের কিছু ভুল নিয়ে অতিসম্প্রতি একটি মামলা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন। তবে যেটা ব্যবহার করা হয়েছে সেটাও যে খুব ভুল তা নয়। তারপরেও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের প্রক্রিয়াগুলো প্রচণ্ড চাপের মধ্যে করতে হয়। বিশেষ করে করোনাকালে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেখানে যেন ভুল-ভ্রান্তি না থাকে। তার পরেও কোথাও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে।

এ সময় নতুন বছরে সময় মতোই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

Link copied!