পাসের হারে এগিয়ে ময়মনসিংহ, জিপিএ ৫-এ ঢাকা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:০৮ পিএম

পাসের হারে এগিয়ে ময়মনসিংহ, জিপিএ ৫-এ ঢাকা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের দিক থেকে এগিয়ে ময়মনসিংহ বোর্ড ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে ঢাকা বোর্ড। ময়মনসিংহ বোর্ডে পাসের হার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০,০৯২ জন। এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৯,৫৩০ জন।

শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্যমতে আরও জানা গেছে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬,৪৬১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।  রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। সিলেট বোর্ডে পাস করেছে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৩৪ জন।

এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

Link copied!