পিকে হালদারের দেশত্যাগ: ৬৭ ইমিগ্রেশন পুলিশের নাম হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৫, ২০২১, ০৭:৩২ পিএম

পিকে হালদারের দেশত্যাগ: ৬৭ ইমিগ্রেশন পুলিশের নাম হাইকোর্টে

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের দেশত্যাগের সময় দেশের বিভিন্ন বন্দরে দায়িত্বে থাকা ইমিগ্রেশন পুলিশদের তালিকা এখন হাইকোর্টে। তালিকায় ৬৭ জন ইমিগ্রেশন পুলিশের নাম রয়েছে। সোমবার পুলিশ মহাপরিদর্শকের পক্ষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে ওই তালিকা দাখিল করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছিল, দুদক থেকে তাদের কাছে দেরিতে চিঠি পাঠানোর কারণে পিকে হালদার পালিয়ে যান। কিন্তু পিকে হালদারের দেশত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের ওই তথ্য সঠিক নয় বলে হাইকোর্টে পাল্টা লিখিত জবাব দাখিল করেছে দুদক।

দুদকের পক্ষ থেকে লিখিত সে চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২২ অক্টোবর পি কে হালদারসহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া চিঠি পরদিন ২৩ অক্টোবর সকাল ১০ টা ৩০ মিনিটে পাঠানো হয়, যা ইমিগ্রেশন গ্রহণ করে।

Link copied!