পুলিশ আটকাল ছেলেকে, অক্সিজেন আনার আগে বাবার হলো মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২১, ০৫:৫১ এএম

পুলিশ আটকাল ছেলেকে, অক্সিজেন আনার আগে বাবার হলো মৃত্যু

সাতক্ষীরায় অক্সিজেন সিলিন্ডার আনার আগে শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু হয়েছে, যার ছেলেকে পথে পুলিশ ‘দীর্ঘক্ষণ’ আটকে রেখেছিল বলে ওই যুবকের অভিযোগ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সদর উপজেলার ইটাগাছা হাটের মোড়ে এই ঘটনা ঘটে। মৃতের নাম মো. রজব আলী মোড়ল (৬৫), তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা । তবে পুলিশ বলছে, তাকে দুই-তিন মিনিট আটকে রাখা হয়। 

মৃতের ছেলে ওলিউল ইসলাম অভিযোগ করে জানান, তিনি তার বাবার জন্য সাতক্ষীরা শহরের ব্যবসায়ী আল ফেরদৌস আলফার কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার আনতে তার বাড়ি যাচ্ছিলেন। পথে ইটাগাছা হাটের মোড়ে তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষচন্দ্র। লকডাউনে বাইরে বের হওয়ার কারণে তার কাছ থেকে টাকা দাবি করেন। এক ব্যক্তির মাধ্যমে এএসআইকে ২০০ টাকা দিয়ে ছাড়া পান তিনি। 

এ সময় পুলিশ তাকে দুই ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ করেন অলিউল। অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার আগেই তার বাবা মারা যান।

অলিউল কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'যদি সময় মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে যেতে পারতাম, তাহলে হয়তো বাবাকে বাঁচানো যেত।'

তবে অভিযোগ অস্বীকার করে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষচন্দ্র বলেন, বেপরোয়া গতিতে আসছিল মোটরসাইকেলটি। কাগজপত্রও ছিল না। পরে ঘটনা শুনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

মাত্র ২/৩ মিনিট মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল বলে দাবি তার। এ সময় তিনি নিউজটি না করার জন্য অনুরোধ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, 'বিষয়টি শুনেছি। তবে এ সম্পর্কে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে।'

Link copied!