প্রথম ডোজ গ্রহীতার সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে দেশ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:৫৮ এএম

প্রথম ডোজ গ্রহীতার সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে দেশ

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ।

রবিবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, “এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। রোববারই প্রথম ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াবে।

নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৪১ লাখ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ লাখ।

দুই দিন ধরে শনাক্ত কমলেও করোনা সংক্রমণ নিম্নমুখী এখনও বলার সময় হয়নি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, “দেশে এ পর্যন্ত ঢাকায় সংক্রমণ বেশি হচ্ছে। ঢাকার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ৫ হাজার ২৫৩টি শয্যার মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি।”

বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, “বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেখানেও আমরা সবার প্রতি আবেদন রাখতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।”

অ্যান্টিভাইরাল ওষুধ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, “টিকার পাশাপাশি করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধের আবিষ্কার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেগুলো উৎপাদন হচ্ছে, বাংলাদেশেও ব্যবহার করা হচ্ছে সেগুলো। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আমাদের চিকিৎসকসহ বন্ধুদের কাছে আমরা আবেদন রাখতে চাই, সুনির্দিষ্ট লক্ষণ ও নির্দেশনা ছাড়া কোনো অবস্থাতেই যেন এ ধরনের ওষুধ ব্যবহার করা না হয়, কোনো অবস্থাতেই যেন এসবের অপব্যবহার না করা হয়।”

Link copied!