প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

‍নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২২, ০৫:২১ পিএম

প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ঠাণ্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় নিরূপণ করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে মৃত্যুবরণকারীদের কোনো পরিচয় পাওয়া না গেলেও উদ্ধার হওয়া অভিভাসন প্রত্যাশীদের জিজ্ঞাসাবাদে পাও্য়া তথ্যে তাদের পরিচয় নিরুপণ করা হয়েছে।

গতকাল শরিবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক জরুরি নোটিশে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল গত ২৬ জানুয়ারি লাম্পেদুসা পৌঁছে ইতালি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে ইতালিয়ান পুলিশের উপস্থিতিতে সেখানে মৃত্যুবরণকারীদের সঙ্গে থাকা উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ প্রতিনিধি দল। জিজ্ঞাসাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ি নিহত বাংলাদেশিদের পরিচয় নিরুপণ করতে সক্ষম হন।

মৃত্যুবরণকারীরা হলেন-১. মাদারীপুর সদর উপেজলার পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, ২. মাদারীপুর সদর উপজেলার একই গ্রামের রতন/জয় তালুকদার ৩. একই উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত, ৪. একই উপজেলার মোস্তফাপুর গ্রামের জহিরুল, ৫. মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, ৬. সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ এবং ৭.কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাইফুল।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এছাড়া মৃতদের সাথে কোনো ধরণের সনাক্তকারী ডকুমেন্ট না থাকায় সনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে জিজ্ঞাসাদে উদ্ধারকৃতরা জানিয়েছেন একজন ছাড়া সকলেরই পরিবারের পরিচিত লোক তাদের মধ্যে আছেন। সেই হিসেবে মৃতদের পরিবারের ইতোমধ্যে সংবাদ পাওয়ার কথা।

ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, সকলের মৃতদেহ সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর জন্য তাদের পরিচয় নিশ্চিত হওয়া প্রয়োজন। মৃতদের পরিচয় শনাক্ত করার স্বার্থে পরিবারের  সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাস, রোম ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে নৌকায় অবস্থানরত সাত বাংলাদেশি দীর্ঘ সময় তীব্র ঠাণ্ডায় থাকায় ‘হাইপোথার্মিয়া’য় মারা যান। সাত বাংলাদেশির প্রাণ হারানো নৌকাটিতে ২৮৭ জন যাত্রীর তার মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে। অন্য ১৪ জন ছিলেন মিশরীয়। গত ২৮ জানুয়ারি রাতে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ইতালির বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায়।

Link copied!