বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২২, ০১:১৩ এএম

বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ওই প্রার্থণা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।

প্রার্থণা সভায় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের নেতা।” বঙ্গবন্ধু তার পুরোটা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন বলেও তিনি জানান।

‘বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতির নেতা ছিলেন না’ উল্লেখ করে প্রার্থনা সভার সভাপতি সুব্রত পাল বলেন, “তিনি ছিলেন বিশ্বনেতা। তিনি তার শৈশবকাল থেকেই শোষিতের পক্ষে সারাজীবন লড়াই চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।”

আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী'র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, সুভাষ হাওলাদার, মো. নবী নেওয়াজ, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জহির  উদ্দিন খসরু।

প্রার্থণা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সহ সম্পাদক একিউএম মুক্তাদিউর রহমান শিমুল, কার্যনির্বাহী সদস্য শাম্মি খান, ইঞ্জিনিয়ার মোক্তার চৌধুরী কামালসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Link copied!