বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দর ত্যাগে হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২২, ১২:০২ এএম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দর ত্যাগে হুঁশিয়ারি

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কথা নিশ্চিত করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। যা বাংলাদেশের উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে রয়েছে। তাই দেশের সকল সমুদ্রবন্দরকে পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। দেশের ১১ নদী বন্দরকে ২ নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বন্দর ত্যাগে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে) একটি নিম্নচাপ ও নিম্নচাপ কেন্দ্রে বাতাসের সুস্পষ্ট ঘূর্ণন সৃষ্টি হয়েছে। বর্তমানে নিম্নচাপটি আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রের পানির সর্বনিম্ন তাপমাত্রা দরকার ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই স্থানে উলম্ব বায়ু শিয়ার এর মান ৫ থেকে ১৫ নটিক্যাল মাইল, যা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য খুবই আদর্শ অবস্থা নির্দেশ করে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে— ঘূর্ণিঝড়টি ১১ মে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। সাতক্ষীরা অঞ্চলে এর কারণে দমকা বাতাসসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে— দক্ষিণ আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের সর্বত্র ঝড় বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।

Link copied!