বন্ধ হচ্ছে আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৩, ০৫:১৩ এএম

বন্ধ হচ্ছে আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার: তথ্যমন্ত্রী

ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) ও ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ বিষয়ে মন্ত্রণালয় শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে বলেও তিনি জানান।

সোমবার দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে রাজধানীর বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না। এটি মন্ত্রিসভায় বেশ আগে অনুমোদিত নীতিমালা। সেই আইন অনুযায়ী এগুলো সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত, আমি এটি মনে করিয়ে দিলাম। মন্ত্রণালয় থেকে আজকালের মধ্যে এটি বন্ধে বিজ্ঞপ্তি জারি করা হবে।”

দেশিয় চলচ্চিত্রের সুদিন ধীর ধীরে ফিরে আসছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, “বস্তুগত বা অবকাঠামোগত উন্নতির পাশাপাশি মানুষের আত্মিক উন্নতিও প্রয়োজন। আর আত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। এমন সব সিনেমা বানানো হোক যেন পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পারি।”

তথ্যমন্ত্রী এর আগে, বিএফডিসি চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তথ্যমন্ত্রী দিবসটির সূচনা করেন। এর পরপরই চলচ্চিত্র অঙ্গনের শিল্পী-কুশলীদের সাথে তথ্যমন্ত্রী র‌্যালিতে অংশ নেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

Link copied!