লোকসভা নির্বাচন: পেছাল জম্মু-কাশ্মিরের ভোটের তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২৪, ০৮:০০ এএম

লোকসভা নির্বাচন: পেছাল জম্মু-কাশ্মিরের ভোটের তারিখ

জম্মু-কাশ্মিরে লোকসভা নির্বাচনের দিন পিছিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৭ মে তৃতীয় দফায় ওই আসনে ভোট হওয়ার কথা থাকলেও কমিশন জানিয়েছে, ষষ্ঠ দফায় আগামী ২৫ মে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পাঁচটি লোকসভা আসনের নির্বাচন এবার পাঁচটি পৃথক দিনে হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামত নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা সুবিধা, আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ। এদিকে ওই কেন্দ্রে ভোটের দিন বদলের সম্ভাবনা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল জল্পনা। ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোমবার কমিশনকে ভোটের দিন না পেছাতে অনুরোধ করেছিলেন।

উল্লেখ্য, গত বছর জম্মু-কাশ্মিরের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসে অনন্তনাগ লোকসভা আসন ভেঙে গড়া হয়েছে অনন্তনাগ-রজৌরি। পুরনো অনন্তনাগ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রাজৌরি ও পুঞ্চের কিছু এলাকা মিলিয়ে দেওয়া হয়েছে, আগে যেটা ছিল জম্মু লোকসভা কেন্দ্রের মধ্যে। তাৎপর্যপূর্ণভাবে রাজৌরি ও পুঞ্চে হিন্দু জনসংখ্যা বেশি। বিজেপি যেখানে শক্তিশালী অবস্থানে আছে। ২০১৯ সালে এই আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী জিতেছিলেন।

সূত্র: আনন্দবাজার পত্রিক

Link copied!