বাসের চালক ঘুমিয়ে থাকায় দুর্ঘটনা!

নিজস্ব প্রতিবেদক

মে ২৯, ২০২২, ০৯:৫৫ পিএম

বাসের চালক ঘুমিয়ে থাকায় দুর্ঘটনা!

চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় প্রাণহাণীর ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুঠোফোনে বিষয়টি তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে জানান।

মো. বেলাল উদ্দিন বলেন, “স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছি, চালক সম্ভবত ঘুম ঘুম অবস্থায় ছিলেন। তাই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাছের সাথে ধাক্কা লাগে।” তবে বাসে যাত্রীসংখ‌্যা কত ছিলো তা জানাতে পারেননি তিনি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের এই সহকারী পরিচালক আরও বলেন, “আমাদের ৬টি ইউনিট উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় নিহত সবার মরদেহ থানার আনুষ্ঠিকতা শেষ করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের বেশিরভাগই বরিশাল মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে কয়েকজনকে স্থানীয় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

এদিকে, উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “যমুনা লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিলো। গাড়িটি বামরাইল পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অঅরও একজনের মৃত্যু হয়।

আলী আর্শাদ  আরও বলেন, “আমরা ধারণা করছি বেপরোয়া গতিতে চলার কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে। তদন্ত সাপেক্ষে সবকিছু বের হয়ে আসবে।” বাসের চালক বেঁচে আছে না মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি উজিরপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। রবিবার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। বাস দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Link copied!