বাড়ি ফিরে আসিফ বললেন, ‘চাপ অনুভব করায় নিজেই চলে গিয়েছি’

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৫:০২ এএম

বাড়ি ফিরে আসিফ বললেন, ‘চাপ অনুভব করায় নিজেই চলে গিয়েছি’

'নিখোঁজ' হওয়ার ছয়দিন পর বাড়ি ফিরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

বাড়িতে ফিরে আবু আসিফ আহমেদ সাংবাদিকদের বলেন, 'নির্বাচন যখন কাছাকাছি সময় এসেছে, তখন আমি বেশি চাপ অনুভব করায় নিজেই চলে গিয়েছিলাম। কারণ এই চাপ নিয়ে আমি থাকতে পারব না। এজন্য নির্বাচন ছেড়ে চলে গিয়েছি। নির্বাচন শেষে হয়েছে, আমিও বাসায় চলে এসেছি। আমাকে কেউ কোনো ভয় দেখায়নি।'

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীয়তনগরে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি।

এর আগে আসিফ তার ঢাকার বাসায় অবস্থান করছিলেন বলে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছিলেন।

গত ২৭ জানুযারি রাত থেকে আসিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেছিলেন স্ত্রী মেহেরুন নিছা। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বুধবারের উপ-নির্বাচনে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন। আর আবু আসিফ আহমেদ পান ৩ হাজার ২৬৯ ভোট।

Link copied!