বিএনপির গণমিছিল ঘিরে ৯টি স্থানে আওয়ামী লীগের পাহারা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২২, ০৭:৩৮ পিএম

বিএনপির গণমিছিল ঘিরে ৯টি স্থানে আওয়ামী লীগের পাহারা

সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। শুক্রবার (৩০ ডিসেম্বর) প্রথমবারের মতো একসাথে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে গণমিছিল করার কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এই গণমিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগও নামছে রাজপথে।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি যাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে না পারে, সে জন্য ১০ ডিসেম্বরের মতো শুক্রবারেও সতর্ক পাহারায় থাকবে তারা। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাতটি স্থানে এবং দক্ষিণ আওয়ামী লীগ দুটি স্থানসহ মোট ৯টি স্থানে সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। 

এদিকে, জুমার নামাজের পর রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে যুবলীগ। আর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ হুঁশিয়ারি দিয়েছে, কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে ঢাকা শহরের মানুষ সেই হাত ভেঙে ফেলবে।

ক্ষমতাসীন দলের এমন কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার দুপুর ২টায় রাজধানীতে গণমিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি ও এর সমমনা দলগুলো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আওয়ামী লীগ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবে না। ঢাকার রাজপথ পাহারায় থাকবে দলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যে সাতটি স্থানে সমাবেশ ও পাহারায় থাকবে সে স্থানগুলো হলো- উত্তরা, মহাখালী, ফার্মগেট, শ্যামলী, গাবতলী, মিরপুর ১০ নম্বর গোলচত্বর এবং রামপুরা–বাড্ডা ইউলুপ। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে ও যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ করবে। সব কটি সমাবেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এর মধ্যে শ্যামলীসহ কয়েকটি স্থানে ওবায়দুল কাদেরের যাওয়ার কথা রয়েছে।

Link copied!