বিএনপির সমাবেশ ছুরিকাঘাতে যুবদল নেতাসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:৫১ এএম

বিএনপির সমাবেশ ছুরিকাঘাতে যুবদল নেতাসহ আহত ১০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও ‍মুক্তির দাবিতে পাবনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ চলাকালে চরম হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে জেলা শাখা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনিরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার(২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শহরের লাহিরীপাড়ার জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত মনিরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ও পরি অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সমাবেশ স্থলে আধিপত্য নিয়ে সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির গ্রুপ ও সাবেক জেলা ছাত্রদলের সম্পাদক সুইট গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় মনির হোসেন মনির ছুরিকাঘাতে আহত হন। সংঘর্ষে আহত হন আরও  অন্তত ১০ জন।

জেলা শাখা বিএনপির আহবায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

তিনি বলেন, “চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই ব্যর্থ সরকারের পতন ঘটাতে হবে এবং পাবনা থেকেই সে আন্দোলন শুরু হবে। আপনারা চূড়ান্ত আন্দোলন সফল করার জন্য ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিন।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “আওয়ামী লীগের অবস্থা ভালো নয়। ইতোমধ্যে পাবনা সদর উপজেলায় ইউনিয়ন নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। নৌকা প্রতীক নিয়ে হেরে গিয়ে প্রার্থীরা বলছেন- ভবিষ্যতে ঝাঁটা মার্কা নিয়ে নির্বাচন করব-তবু নৌকা নিয়ে নির্বাচন করব না।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

Link copied!