বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, মঞ্চ ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ০৯:৩৭ পিএম

বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, মঞ্চ ভাঙচুর

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ডাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার সিডিএ আবাসিক মাঠে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকে। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই তারা নিজেরাই সংঘর্ষে জড়ায়। এসময় চেয়ার  ও মঞ্চ ভাঙচুর করা হয়। তবে সংঘর্ষে  গুরুতর তেমন কেউ আহত হয়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমে বলেন,“ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরছি। এখন সব স্বাভাবিক রয়েছে।” সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি জানান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বণিজ্যমন্ত্রী  আমীর খসরু মাহমুদ চৌধুরী।অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

Link copied!