বিএনপির সালাম-এ্যানি জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৩, ০২:২৪ এএম

বিএনপির সালাম-এ্যানি জামিনে মুক্ত

জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

বুধবার সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তাঁরা। তাঁদের ফুলেল শুভেচ্ছা জানাতে কারাফটকে উপস্থিত ছিলেন দলটির নেতা-কর্মীরা।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার তাঁদের জামিন দেয়। পাশাপাশি তাদের স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করেছে আদালত।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে একজন নিহত এবং আহত হন অনেকে।

সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় বিএনপির দেড় থেকে দুই হাজার নেতা-কর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। ওই ঘটনায় আরও দুটি মামলা হয় মতিঝিল ও শাহজাহানপুর থানায়।

৮ ডিসেম্বর ওই ‍দুই নেতাসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

Link copied!