ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ১৭ জন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ০২:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ১৭ জন

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত নয় জন নারী ও তিনজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার অভিযান এখনও চলছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে  জেলার বিজয়নগর উপজেলার লইসকা বিলে এ দূর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সোয়া ৫টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রীবাহী ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

 

Link copied!