ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে বাংলাদেশিসহ ৩৭২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ০৮:৩৩ পিএম

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে বাংলাদেশিসহ ৩৭২ জন আটক

অবৈধভাবে ইউরোপে যাওয়ার আগ মুহূর্তে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে ৩৭২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড। এসব অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে তিউনিশিয়ার সরকার জানিয়েছে। কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।   

ফরাসি গণমাধ্যম আফ্রিকা নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৪ এপ্রিল) উপকূলবর্তী শহর স্ফ্যাক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছোট্ট একটি নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয় বলে তিউনিসিয়ার কোস্ট গার্ড জানায়।  

আফ্রিকা নিউজের খবরে আরও বলা হয়, আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের সংখ্যা না জানালেও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানায় আফ্রিকা নিউজ।

তিউনিশিয়ার কোস্টগার্ড জানায়, চলতি বছরের মার্চ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার আগে ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে থামিয়ে দেওয়া হয়েছে। একাজে ইতালি ও মাল্টার সহযোগিতা চাইলে তাদের বেশ কয়েকটি উদ্ধারকারী ও টহল জাহাজ মেরামতের জন্য থাকায় তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে।

তিউনিশিয়ার কোস্টগার্ড আরও জানায়, অভিবাসনপ্রত্যাশীদের ভূমধ্যসাগর থেকে তীরে আনার পর ছেড়ে দেওয়া হয়। তাদের অনেকেই আবার একইভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।   

কেন ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ?

ইউরোপকে অনেকে স্বপ্নের সোনার হরিণ বলে অনেকে মনে করে থাকেন। তাদের ধারনা দেশটিতে গেলে জীবনের ধরণই পাল্টে যাবে, হাতে আসবে কাড়ি কাড়ি টাকা, সমাজে বাড়বে প্রভাব প্রতিপত্তি। আর তাই উন্নত জীবন আর বেকারত্বের অভিশাপ ঘোচাতে বাংলাদেশসহ অনেক দেশের লোকজন ইউরোপে যাচ্ছেন। এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগেরই গন্তব্য ইতালি। চলতি বছর দেশটিতে যাওয়ার  প্রবণতা অনেক বেড়ে গেছে।

ভূমধ্যসাগর দিয়ে ইতালি হচ্ছে ইউরোপের অন্যতম প্রবেশ দ্বার। তিউনিসিয়ার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপ মাত্র ১৩০ কিলোমিটার দূরে। ফলে এই পথ মানবপাচারের জন্য বহুল ব্যবহৃত। এছাড়া লিবিয়া থেকে ইতালির উপকূলে পাড়ি জমানোর পথটি মানব পাচারের জন্য জনপ্রিয়।

অবৈধভাবে ইতালি বা ইউরোপে যাওয়ার অন্যতম পথ হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করা। ইতালি প্রবেশের অন্যতম রুট বা সুবিধাজনক জায়গা হচ্ছে আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিশিয়া। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে লিবিয়া হয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। 

বাংলাদেশ,ভারত, ইন্দোনেশিয়াসহ এশিয়া,আফ্রিকা ও মধ্যপা্চ্যের বিভিন্ন দেশের নাগরিকেরা উন্নত জীবন গড়া ও ভাগ্যের  চাকা বদলানোর উদ্দেশ্য নিয়ে নানা উপায়ে লিবিয়া পৌঁছে। তারপর দেশটির  জুয়ারা উপকূল  থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেকে ইতালি পৌঁছে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে অনেকের মৃত্যু ঘটে।

Link copied!