মাদক মামলায় জামিন পাননি আশিষ রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২২, ১০:১৫ পিএম

মাদক মামলায় জামিন পাননি আশিষ রায় চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর মাদক মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত বোতল চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, এদিন আশিষ রায় চৌধুরীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট সেলিম আশরাফ চৌধুরী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে বোতল চৌধুরীর জামিন নাকচ করেন। রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৭ এপ্রিল বোতল চৌধুরীকে  গুলশান থানা পুলিশ আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে। অন্যদিকে, বোতলে চৌধুরীর আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত ১০ এপ্রিল জামিন শুনানির দিন ধার্য করে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় গত ৬ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

Link copied!