মামুনুল হকের বিরুদ্ধে আরো ২ মামলা, ঢাকাতেই মামলা ১৯টি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২১, ০৩:৪৪ এএম

মামুনুল হকের বিরুদ্ধে আরো ২ মামলা, ঢাকাতেই মামলা ১৯টি

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছে। এনিয়ে হেফাজতের এ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে রাজধানী ঢাকাতেই বিভিন্ন থানায় ১৯টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রবিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টন থানায় আবাব আহমেদ রজবী ও মো. রুমান শেখ নামে দুই ব্যক্তি পৃথক দুটি মামলা দায়ের করেন। এদিন সন্ধ্যায় পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেল পুড়িয়ের অভিযোগ আনা হয়েছে। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন তারা বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক।

এর আগে ১৮ এপ্রিল পর্যন্ত হেফাজত নেতা মামুনুলের হকের বিরুদ্ধে কেবল রাজধানী ঢাকার বিভিন্ন থানাতেই ১৭টি মামলা দায়ের হয়। পুলিশ সদর দপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের পর হওয়া ১৫টি মামলায় তাঁর নাম রয়েছে। এসব মামলার বাদী পুলিশ। ব্যক্তি পর্যায়ে সর্বপ্রথম পল্টন থানায় মামুনুলের বিরুদ্ধ বাদী হয়ে মামলা করেন পুরান ঢাকার স্থানীয় এক যুবলীগ নেতা।

এরপর মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, গুরুতর জখম, চুরি, হুমকি ও ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগের অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় মামুনুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন স্থানীয় এক নাগরিক।

এ মামলায় গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এসব মামলার তদন্তের জন্য মামুনুল হককে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয় পুলিশ।

Link copied!