মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২২, ১২:০৩ এএম

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজার সংলগ্ন ৬নং ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামের আব্দুল লতিফ মিস্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চার পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন নিয়াজ মোর্শেদ এলিট।

জানা গেছে, গত রবিবার (১৭ এপ্রিল) গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আব্দুল লতিফ মিস্ত্রী বাড়ির শামসুল হকের চার সন্তান মো. নুর নবী, মো. ইউসুফ, মো. মোশাররফ, ও শফিকুল ইসলামের চারটি ঘর। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির কাগজপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি পরিবারের স্বপ্ন। হতাশাগ্রস্ত পরিবারগুলোর কথা শুনে ছুটে আসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। 

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নুর বেগমের মেয়ে শেফালী আক্তার বলেন, আমরা অসহায় পরিবারের, বাবার স্বল্প আয়ে কোন রকম চলে আমাদের জীবন। কিন্তু আগুনে পুড়ে আমরা নিঃশেষ হয়ে গেছি। স্থানীয় চেয়ারম্যানের কিছুটা সহযোগিতা পেলেও আর কেউ এগিয়ে আসেনি। এমন সময় আমাদের পাশে দাড়িয়েছেন এলিট ভাই (নিয়াজ মোর্শেদ এলিট)। আমরা উনার কাছে কৃতজ্ঞ।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, দেরিতে হলেও আমি এই অসহায় পরিবার গুলোর খবর পাই। খবর পেয়ে আর বসে থাকতে পারিনি। নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে যাওয়া মানুষগুলোকে এক নজর দেখতে চলে আসি আমার জন্মভূমি মিরসরাই উপজেলার ৬নং ইছাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামে।

তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্রকর্মী। জাতীয় জনক বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই যিনি ইতিমধ্যে মানবিক যুবলীগের প্রবক্তা হিসেবে সারাদেশে সাড়া ফেলেছেন উনার নির্দেশনা অনুযায়ী যুবলীগের সকল নেতা কর্মীদের আপনারা এখন থেকে এমন সব মানবিক কাজে, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে সারাদেশে পাবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা যারা যুবলীগ করি, আমরা কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী সকল মানবিক কাজে বন্যা, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় সহ দেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে সর্বদাই অঙ্গীকারবদ্ধ।

আগুনে পুড়ে যাওয়া প্রায় চারটি পরিবারকে নিয়াজ মোর্শেদ এলিট এই দুর্যোগ কাটিয়ে উঠতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন ‘আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’

নিয়াজ মোর্শেদ এলিট আরও বলেন, আমরা যদি মিরসরাইয়ের সকল মানুষ সকলের বিপদাপদে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই তবেই এমন আকস্মিক দুর্যোগ আমরা সবাই খুব সহজেই কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।

এই সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, যুবলীগ নেতা শওকত আজীম রিংকু, নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

Link copied!