মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভের নাম দৃশ্যমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ০৪:৪৭ পিএম

মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভের নাম দৃশ্যমান

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম দৃশ্যমান হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে আরাভের নাম খুঁজে পাওয়া যায়।

৬৩তম বাংলাদেশি অপরাধী হিসেবে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ৩৫ বছর বয়সী আরাভের নাম যুক্ত হয়েছে।

সেখানে বলা হয়েছে আরাভের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি।

এর আগে চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য সাংবাদিকদের জানালেও এতদিন মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম দেখা যায়নি।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বুধবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করেন আরাভ খান। উদ্বোধন উপলক্ষে ৬০ কেজি সোনা দিয়ে বানানো হয় বাজপাখির আদলে লোগো, যা তৈরিতে খরচ হয় প্রায় ৪৫ কোটি টাকা। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদনজগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন আরাভ খান। ওই পোস্টের সূত্র ধরেই বাংলাদেশ পুলিশ নিশ্চিত হয় আরাভ খানই পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।

পুলিশ জানায়, আরাভের আসল নাম রবিউল ইসলাম। ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল। দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারতে যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাইয়ে চলে যান। এখন তিনি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী। আরাভ খান দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় পাসপোর্টে। তাকে দেশে হত্যা মামলার আসামি হিসেবে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে বাংলাদেশ পুলিশ।

Link copied!