স্বর্ণের দাম ছয় দফা কমলো, এবারে ১,১৫৫ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৪, ০৮:৩৩ পিএম

স্বর্ণের দাম  ছয় দফা কমলো, এবারে ১,১৫৫ টাকা

প্রতীকী ছবি

ভরিতে ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এর আগে স্বর্ণের দাম ছিল ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা।

এই নিয়ে টানা ছয় দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এই দাম বিকেল চারটা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ২৩, ২৪, ২৫, ২৭ ও ২৮ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯, ২৫ এপ্রিল ৬৩০, ২৭ এপ্রিল ৬৩০ ও ২৮ এপ্রিল ৩১৫ টাকা কমানো হয়।

Link copied!