যদি বিদ্যুতের ঘাটতি না থাকে, তবে এতো লোডশেডিং কেন-প্রশ্ন ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২২, ১০:২২ পিএম

যদি বিদ্যুতের ঘাটতি না থাকে, তবে এতো লোডশেডিং কেন-প্রশ্ন ফখরুলের

দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই-সরকারের এমন দাবির বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, যদি বিদ্যুতের ঘাটতি না থাকে, তবে দেশে এতো লোডশেডিং কেন?

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 

ফখরুল বলেন, ‘‘আজকে দুর্নীতি করে, চুরি করে তারা (সরকার) বাংলাদেশের জ্বালানি খাতকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। শহরে দুই-তিন ঘন্টা বিদ্যুৎ যায় আর গ্রামে যেখানে বোরো মৌসুমে সেচের জন্য বিদ্যুৎ দরকার, সেখানে ৭-৮ ঘন্টা বিদ্যুত থাকে না।

তিনি বলেন, ‘‘কয়েকদিন আগে অর্থমন্ত্রী (আ হ ম মুস্তফা কামাল) বলেছেন যে, সরকার আইএমএফ থেকে টাকা ধার নেবো না। অথচ পত্রিকায় দেখলাম সরকার সাড়ে চার‘শ বিলিয়ন ডলার ধার চেয়েছে আইএমএফের কাছে।” ধীরে ধীরে সরকার দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল। 

 

Link copied!