যমুনা ফিউচার পার্কের সামনে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ১২:২৯ এএম

যমুনা ফিউচার পার্কের সামনে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর প্রগতি সরণীতে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত নাদিয়া (২১) বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার পর ভাটারা থানা পুলিশ বাসটি জব্দ করলেও বাসচালক ও তার সহযোগী পালিয়ে যায়।

ঘটনা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আছাদুজ্জামান গণমাধ্যমকে জানান, কুড়িলে প্রগতি সরণিতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসের ধাক্কায় চাকার নিচে পড়ে গুরুতর আহত হন নাদিয়া। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাটারা থানার ওসি আরও জানান, নাদিয়া তার বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের মোটরসাইকেলে যাচ্ছিলেন। মেহেদীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেল থেকে রাজধানীর কাওলায় অবরোধ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী। অবরোধের কারণে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।

Link copied!