যে কারণে ভারত যেতে নিরুৎসাহিত করলেন দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ০১:০৫ এএম

যে কারণে ভারত যেতে  নিরুৎসাহিত করলেন দোরাইস্বামী

ভারতে করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের দেশটিতে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় ‍নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেলগ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে টিকা নেওয়ার পর  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে ভারতের বর্তমান পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওমিক্রন ও করোনায় প্রতিদিন মৃত্যুর মিছিলে শতাদিক মরদেহ যোগ হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যাও। এমতাবস্থায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বাংলাদেশিতের ভারতে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করলেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, “ভারতে ওমিক্রন ও করোনা শনাক্ত বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো।” তবে ভারতে যাওয়ার জন্য ভিসা চালুসহ  স্থলবন্দর খোলা থাকবে বলেও তিনি জানান।  

এর আগে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় অন্যান্য কূটনীতিকদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার টিকা নেন ।

Link copied!