রমজান মাসের ব্যাংকিং লেনদেন সময়সূচি ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৩, ০১:২৫ এএম

রমজান মাসের ব্যাংকিং লেনদেন সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আজ বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে রমজানের জন্য নতুন এই সময়সূচি ঘোষণা করেছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পবিত্র রমজানে সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজানের শেষের দিকে কেনাকাটা ও ঈদের কারণে নগদ লেনদেনে চাপ বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তখন সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

রমজান শেষে আগের মতো সকাল ১০টা থেকে ব্যাংক খোলা থাকবে এবং লেনদেন হবে তখন থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত। 

Link copied!