রাজধানীতে বৈশাখের বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২২, ০৪:০১ এএম

রাজধানীতে বৈশাখের বৃষ্টি

চৈত্র শেষ, বৈশাখের শুরু। বৈশাখ মানেই ঝড়–বৃষ্টি। এবার পহেলা বৈশাখেই রাজধানীতে হয়ে গেল দমকা হাওয়াসহ বৃষ্টিপাত। বৈশাখের প্রখর রোদ ও গরমকে ম্লান করে দিয়ে স্বস্তির এই বৃষ্টি। এক পশলা বৃষ্টিই যেন নগরকে শান্ত-স্নিগ্ধ করে তুলেছে।

এর আগে আজ সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, ঝড়, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, আগামী তিনদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

অধিদপ্তর আরও জানিয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে, তাই আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

Link copied!