রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ-বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ০৬:২৮ পিএম

রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ-বিএনপির সংঘর্ষ

ঢাকা মেট্রোপলিটৈন পুলিশের আহবানে সাড়া দিয়ে শনিবার রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে আওয়ামী লীগ ও যুবলীগ সরে দাঁড়ালেও বিএনপি তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় রাজধানীর বিভিন্ন  মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে, ধোলাইখাল মোড়, যাত্রাবাড়িসহ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। 

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর থেকেই দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

ধোলাইখাল থেকে আমাদের রিপোর্টার জানান, রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি।

বেলা ১১টায় ধোলাইখালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে দলটির এক হাজারের বেশি নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালনে অংশ নেন। তারা সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা স্লোগান দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ একপর্যায়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর জবাবে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ঢিল ছোড়ে বলে জানায় পুলিশ।

এদিকে, রাজধানীর মামাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনেও পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। বেলা ১১ টার পর  থেকেই অবস্থান কর্মসূচি পালন করতে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। 

এসময় যানবাহন চলাচলে অসুবিধা হলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাকবিতন্ড শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। 

জবাবে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়াদের মধ্যে সন্দেহভাজন  তিনজনকে আটক করে গাড়িতে নিয়ে যায় পুলিশ। 

এদিকে, রাজধানীর গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করে।

অন্যদিকে, রাজধানীর উত্তরায়  অবস্থান কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ সড়ক থেকে তাদের সরে যেতে বলে। তবে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ। এসময় সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  

 

 

 

Link copied!