রাজপথে আন্দোলন চালানোর ঘোষণা বিএনপির

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ১০:৪৬ পিএম

রাজপথে আন্দোলন চালানোর ঘোষণা বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি আমাদের, সেটি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

সরকারের পদত্যাগ দাবি করে নেতারা বলেন, কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি পালনে তারা প্রস্তুত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি চলছে।

মহানগর বিএনপির এ বিক্ষোভ ও মিছিলের কর্মসূচিতে আসা নেতাকর্মীরা বলেন, ক্ষমতাসীনরা অনৈতিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। অবিলম্বে দাম কমাতে হবে। তত্ত্বাবধায়ক ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মিছিল করার কথা জানিয়েছেন মহানগরের নেতারা।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় বিক্ষোভ সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। 

এদিকে বিএনপির এ কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

এর আগে, ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেদিনের গণ-অবস্থান কর্মসূচি থেকে আজকে মিছিল-সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

Link copied!