রাষ্ট্রপতি-জাপা সংলাপ সোমবার, করোনা পরীক্ষা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২১, ০১:৫৪ এএম

রাষ্ট্রপতি-জাপা সংলাপ সোমবার, করোনা পরীক্ষা বাধ্যতামূলক

নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দলের চেয়ার‌ম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সংলাপে অংশ নেবেন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কোভিড টেস্ট করে সংলাপে অংশ নিতে হবে।

জানা যায়, এদিন বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ শুরু হবে। সংসদের প্রধান বিরোধী দল জাপার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ করবেন। স্বাস্থ্যবিধি মেনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, “আমরা সোমবার বিকাল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবো। আমাদের ৮ সদস্যের একটি প্রতিনিধি সংলাপে অংশ নেবে।”

জানা গেছে, বর্তমান নির্বাচন কমিশন গঠনে ২০১৬ সালে যে সংলাপ হয়েছিল, তাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের খুব বেশি কড়াকড়ি আরোপ না হলেও এবার সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়ে সংলাপে আসার অনুরোধ করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে স্বল্প সংখ্যক প্রতিনিধিদের সংলাপের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সোমবার শুরু হওয়া এই সংলাপ জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত চলতে পারে। বঙ্গভবন সূত্রে জানা গেছে, এখনও সব দলের সঙ্গে সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সংলাপের বিস্তারিত শিডিউল এখনও চূড়ান্ত হয়নি। সোমবার জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। আগামী ২২ ডিসেম্বর (বুধবার) জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠক করবেন। অন্য দলগুলোর সঙ্গে সংলাপের সময় এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।”

Link copied!