রাষ্ট্রপতিকে বিজেপির চার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২২, ০৫:৫৯ এএম

রাষ্ট্রপতিকে বিজেপির চার প্রস্তাব

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নির্বাচনী আইন প্রণয়নসহ চার দফা প্রস্তাব দিয়েছে বাংলাদশ জাতীয় পার্টি (বিজেপি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সংলাপ শেষে আন্দালিভ রহমান পার্থ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইসি গঠনে চার দফা প্রস্তাব দিয়েছে বিজেপি।

তিনি বলেন, “আমরা আইন প্রণয়নের কথা বলেছি। নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততা রাখার কথা বলেছি। আমরা বলেছি, দলীয় সরকারের অধীনে কোনোদিন কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের বিষয়টিও অবান্তর। নির্বাচন কমিশন গঠন আইন না থাকায় সরকার নিজের পছন্দ অনুযায়ী সার্চ কমিটি ও কমিশন গঠনের সুযোগ পায়। এজন্যই আমরা আইন করার দাবি জানিয়েছি।”

এর আগে রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, “গণতন্ত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপ্রধান বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত ও সুপারিশ ফলপ্রসূ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই উদ্যোগী হতে হবে। এছাড়া ত্যাগী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারে সে জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Link copied!