ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২৩, ১২:০১ পিএম

ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

রাতের আলো নিভে সূর্যের দেখা মিলতে না মিলতেই কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এর মাত্রা ছিল ৪.৩। এ ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। 

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভেও (ইউএসজিএস) একই তথ্য জানিয়েছে।

ঢাকার দোহারে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকার এত কাছে হওয়ায় রাজধানীবাসী তীব্র মাত্রার কম্পন অনুভব করেছে।

মোবাইলফোনের অ্যান্ড্রয়েড আর্থকোয়্যাক সিস্টেমে দেখা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে নরসিংদী জেলায়।

এত ভোরে ভূকম্পন অনুভূত হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের আতঙ্কে সড়কে নেমে আসতে দেখা যায়।

ঢাকার এত কাছে বড় মাত্রার ভূমিকম্প খুব একটা দেখা যায় না। এ কারণে এমন ভূমিকম্প চিন্তারই বিষয় বলে ধারণা করা যায়। 

Link copied!