শতবর্ষে পা রেখেছেন মোদির মা, ১০০ গোলাপ দিয়ে শুভেচ্ছা পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ১১:২২ পিএম

শতবর্ষে পা রেখেছেন মোদির মা, ১০০ গোলাপ দিয়ে শুভেচ্ছা পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন শতবর্ষে পা দিয়েছেন।  শনিবার মায়ের শততম জন্মদিনে গুজরাটের গান্ধীনগরের বাড়িতে খুব ভোরে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদি। মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি এবং মায়ের পা ধুয়ে দেন।

হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি একটি ব্লগ পোস্ট টুইট করেন। সেখানে তিনি তার মায়ের ১০০তম জন্মদিন উপলক্ষে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভাবনার কথা তুলে ধরেন। মোদি লিখেছেন, তার বাবা জীবিত থাকলে ২০২২ সালেই শতবর্ষে পা দিতেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জন্মদিনের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রীর মাকে একশ গোলাপের ফুলের তোড়া উপহার দেন। দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের পক্ষে কূটনৈতিক চ্যানেলে মোদির বাসভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো ফুলের তোড়াটি দুপুরে পৌঁছে দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের কিছুক্ষণ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় এ খবরটি প্রকাশ করেন।

এর আগের দিন (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের জন্য বাংলাদেশের আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মদিনে আশীর্বাদ নেওয়ার পর মাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট  লেখেন মোদি।

Link copied!