শতভাগ পাস করেছে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৭:৩১ পিএম

শতভাগ পাস করেছে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পাসের হার ৯৫.২৬ শতাংশ। তবে এবার শতভাগ পাস করেছে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ৯৮.১১ শতাংশ পাসের হার হয়েছে আর সর্বনিম্ন পাস করেছে চট্টগ্রাম বোর্ডে ৮৯.৩৯ শতাংশ। 

লাইভ দেখুন

উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কোন বোর্ডে কত পাস

বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন, সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ ও   জিপিএ ফাইভ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন। এছাড়া দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন, চট্টগ্রামে বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ ও  জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন,যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১ ও জিপিএ ফাইভ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন, রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ ও  জিপিএ ফাইভ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫.৭১ শতাংশ ও জিপিএ ফাইভ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন। 

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ। 

Link copied!