শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২২, ১১:০৭ পিএম

শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে গার্মেন্টকর্মীসহ শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌপথে গাজীপুর থেকে গার্মেন্টকর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা।

নৌকাগুলোর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করে। এ সময় পেছনে থাকা অপর নৌকাটি ব্রিজ অতিক্রম করার সময় পানির নিচে থাকা পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ায় সময় নৌকাটির তলা ফেঁটে যায়। এ সময় নৌকাটিতে পানি ওঠা শুরু করে। পরে যাত্রীরা দ্রুত সাঁতরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন। বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া জানান, “ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। পরে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। তাদের মধ্যে অনেকেই গার্মেন্টকর্মী। কেউ নদীতে ডুবে নিখোঁজ রয়েছে কিনা বিষয়টি জানা নেই। তখন কেউ নিখোঁজের দাবি করেনি।”

Link copied!