শ্রমিকরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২২, ০৮:৩০ পিএম

শ্রমিকরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন: মির্জা ফখরুল

রক্তপাত ছাড়া কোনো দাবি আদায় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল সভা ও র‌্যালির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘কোনো দাবি আদায় হয় না সংগ্রাম ছাড়া, কোনো দাবি আদায় হবে না রক্তপাত ছাড়া। কারণ, রাস্তায় নেমে যখনই আপনি অধিকারের জন্য আওয়াজ তুলবেন তখনই যারা সরকারে থাকে, তারা আপনাকে বাধা দেবে, তারা গুলি করবে, তারা অত্যাচার করবে। সেই বাধা অতিক্রম এগিয়ে যাওয়াই আমাদের কাজ।’ তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে যে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, তারা দেশের সব মানুষের অধিকার হরণ করেছে। আপনারা ইচ্ছা করলেই আজ সমাবেশ করতে পারেন না, ইচ্ছা করলেই আজ ইউনিয়ন করতে পারেন না, ইচ্ছা করলেই আজ সংগঠন করতে পারেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘রানা প্লাজার শ্রমিকরা যারা নিহত হয়েছেন, তারা এখনো বিচার পাননি। অসংখ্য শ্রমিক নিহত হয়েছে, পঙ্গু হয়েছেন। কিন্তু এখনো তারা ন্যায্য ক্ষতিপূরণ পাননি। সারা দেশের শ্রমিকরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন।’ দ্রব্যমূল্য আকাশচুম্বী, চালের দাম বেড়েছে দশ গুণের মতো, তেলের দাম বেড়েছে, লবনের দাম বেড়েছে। আমাদের শ্রমিক ভাইয়েরা কী কষ্টে দিনযাপন করছেন, আমার চেয়ে আপনারা সেটা ভালো জানেন। 

তিনি বলেন, ‘ সরকার ন্যায্যমূল্যে দেশের মানুষকে চাল-ডাল দিতে পারে না। তারা বড় মানুষদের জন্য বড় বড় হাসপাতাল তৈরি করে। কিন্তু গরীব মানুষদের জন্য কোনো হাসপাতাল তৈরি হয় না। শ্রমিকরা বিনা পয়সায় চিকিৎসা পায় না। তাদের ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ পায় না। সব কিছু থেকে শ্রমিকরাই বঞ্চিত। অথচ এই শ্রমিক শ্রেণির শ্রমেই, তাদের রক্ত পানি করা যে শ্রম সেই শ্রম থেকেই সমগ্র সভ্যতা গড়ে উঠেছে।’ মির্জা ফখরুল বলেন, ‘আজকে বড় বড় প্রজেক্টের কথা, বড় বড় মেগা প্রজেক্টের কথা তারা (সরকার) বলে। অথচ শ্রমিকদের জন্য কিছু করে না। মেগা উন্নয়ন করছেন ভালো কথা। কিন্তু আমি না খেয়ে থাকব, আর আপনি কানাডায় বেগম পাড়া অথবা দুবাইতে, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায় বাড়ি করবেন সেটা হতে পারে না।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Link copied!