সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে?

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২৩, ০৮:৫৪ পিএম

সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে?

রাজধানীতে বঙ্গবজার ও নিউমার্কেট এলাকাসহ একাধিক মার্কেটে আগুন লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, সবার মনে প্রশ্ন জাগছে, সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে?

রবিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনিবাজারে তার নিজ নির্বাচনি এলাকার জনসাধারণের মাঝে ঈদসামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগুন লাগার প্রত্যেক ঘটনার পেছনে একটি কারণ থাকে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইলেকট্রিক সমস্যা, শর্টসার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।”

অগ্নিকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা দেখছেন কিনা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না। তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চাই না।”

প্রসঙ্গত, শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। ওই আগুনে মার্কেটের তৃতীয় তলায় কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে যায়। এতে ২৫০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে  বলে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা দাবি করেন।

এর আগে, গত ৪ এপ্রিল আগুন লাগে বঙ্গবাজারের কয়েককটি মার্কেটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তদন্ত কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী,অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের ২ হাজার ৯৬১টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া মহানগর মার্কেটের ৭৯১টি, বঙ্গ ইসলামিয়া মার্কেটের ৫৯টি এবং বঙ্গ হোমিও কমপ্লেক্সের ৩৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৩০৩ কোটি টাকা।

Link copied!