সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২১, ০৮:৪১ পিএম

সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করার নির্দেশ

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউনের সময় সরকারি অফিসের দাপ্তরিক কার্যাবলী ভার্চুয়ালি পরিচালনা করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে এরই মধ্যে এই নির্দেশনা পাঠানো হয়েছে বলে মন্ত্রিপরিধদ সূত্র থেকে জানা গেছে।‘

রবিবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান এ পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।

এছাড়া, ওই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি অফিসের দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটস অ্যাপসহ নানা মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়।

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণ মোকাবেলায় দেশে গত ১ জুলাই থেকে প্রথমে এক সপ্তাহের কঠোর লকডাউন  শুরু হয়। এর মধ্যে দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর লকডাউনের সময়সীমা আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। 

Link copied!