সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০১:৩৮ এএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রাজধানী শাহবাগে আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশীরা। এসময়ে সড়ক অবরোধ করলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারের নামে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিকালে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় পুলিশ তাদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন। পুলিশের অনুরোধ না শুনে অবরোধ চালিয়ে যান।  এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ওপর।

আন্দোলনকারীরা জানায়, বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন এবং দুই জনকে পুলিশ ধরে নিয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। এতে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। জনগণের ভোগান্তি দূর করতে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় কাউকে আটক করা হয়নি।

Link copied!